মাওলানা লিসানুল হক্ব শাহরূমী
নিজের যোগ্যতা ও বোধশক্তি যে পরিমাণ আছে তা দিয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয় অধ্যয়ন অনেক করেছি এবং ভবিষ্যতেও করবো৷ কিন্তু এতো অধ্যয়নের পরেও বিজ্ঞানের প্রতি মুখাপেক্ষিতা অনুভব করলাম না৷ বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে বেশ মজা আছে৷ জৈবিক সুখও কম নয়৷ দেহমনে প্রশান্তিও পাই৷ প্রচন্ড গরমে হাতপাখার প্রয়োজন হচ্ছে না৷ মাথার উপর বৈদ্যুতিক পাখাটা অনবরত ঘুরেই চলেছে৷ এটা সুখ তো৷ বাথরুমে ঢুকে চাবিটা ঘুরালেই ঝর্নার আরামদায়ক গোসল৷ এটা সুখ তো৷ মলত্যাগের পর ইংলিশ কমোডে পানির ঝামেলা আরও কম৷ এটা সুখ তো৷ এরকম অহরহ সুখের উপাদান সরবরাহ করছে আধুনিক বিজ্ঞান৷
কিন্তু কাকে দিচ্ছে এই সুখ? যার অঢেল সম্পদ আছে তাকে৷ আমার মতন গরীবেরা আগের মতোই আছে৷ গরমের দখিনা হাওয়ায় শীতল পাটিতে ঘুমাতে পারলেই হলো৷ আর গরমের দিনে বাতাস বন্ধ থাকলে গেঞ্জিটা খুলে গেঞ্জিকেই পাখা বানিয়ে শরীরে হাওয়া দেওয়া৷ শীতের দিনে বেড়ার ফাঁক দিয়ে প্রচন্ড ঠাণ্ডা ঢুকছে৷ তখন কাঁথাটা জড়িয়ে আরামের ঘুম৷ গ্রামের বিশাল পুকুরে সাঁতার কেটে গোসল৷ বৈদ্যুতিক ঝর্ণা ওখানে নেই৷
হ্যাঁ বিজ্ঞান এমনই যা ধনী গরীবের বৈষম্য দূর করতে পারেনি৷ বরং আরো বাড়িয়েছে বহুগুণে৷ ধনীদের উঁচু উঁচু দালানের পেছনে গরীবদের বেঁকে যাওয়া ঘরগুলো জীর্ণ ঝুপড়িগুলো দেখতে আজকাল খুব বিশ্রী লাগে৷
অথচ কুরআন? ধনীরও লাগে গরীবেরও লাগে৷ দুজনকেই সুখ দেয়, পরম সুখ৷ দেহের নয়, রুহের৷ আমার দৈনন্দিন কাজে বিজ্ঞানের তেমন মোহতাজ হতে হয় না৷ এন্ড্রয়েড না থাকলে কাগজ-কলম দিয়ে কাজ চলে৷ কাগজ না থাকলে কলাপাতা দিয়ে! গাড়ি না থাকলে হেঁটে চলা যায়৷ বিমান না থাকলে স্টিমার৷ স্টিমার না থাকলে পালের নৌকায়৷ মোটকথা কাজ চলে৷ কিন্তু সর্বাবস্থায় আমি কুরআনের মোহতাজ৷
কারণ কুরআন ধনীকে দেয় শোকর তথা কৃতজ্ঞতার সবক, আর গরীবকে দেয় সবরের সবক৷ যে দুটি আমার পরকালীন অনন্ত সুখের একমাত্র অবলম্বন৷ অথচ বিজ্ঞান আমাকে না শোকর শেখালো, না সবর৷ হ্যাঁ বিজ্ঞান কিন্তু প্রকৃত মুমিনের ঈমান বাড়ায়৷ যদি সে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার দেখে বিজ্ঞানীকে নয়, মহাবিজ্ঞানীর অস্তিত্ব অনুভব করতে পারে৷ তখন সে চিৎকার করে বলে উঠে—
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار.
হে আমাদের প্রতিপালক, এসব কিছুই তুমি অনর্থক সৃষ্টি করনি৷ আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি৷ সুতরাং আমাদেরকে আগুনের শাস্তি থেকে পরিত্রাণ দাও৷
মজার বিষয় কী জানেন? উপর্যুক্ত কথাটিও আমাকে কুরআনই শিক্ষা দিয়েছে৷ বিজ্ঞান নয়৷ ফালিল্লাহিল হামদ।