পরিচিতি

তাফসীরে মা‘আরিফুল কুরআন (বাংলা)

মহাগ্রন্থ আল-কুরআনের তাফসীর তথা ব্যাখ্যা গ্রন্থের জগতে একটি সুপরিচিত নাম ‘তাফসীরে মা‘আরিফুল কুরআন’।

উপমহাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, পাকিস্তানের তৎকালীন মুফতিয়ে আযম মুফতী মোহাম্মদ শফী (রহ.)-এর অমর কীর্তি এটি। সুদীর্ঘ ৮ খণ্ডে প্রকাশিত এই গ্রন্থটির মূলভাষা লেখকের মাতৃভাষা উর্দুতে।

বাংলায় অনুবাদ করেছেন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, মাসিক মদীনার প্রতিষ্ঠাতা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান (রহ.)

জনসাধারণের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য তার একটি সংক্ষিপ্তরূপ এক ভলিউমে প্রকাশ করেছিল তৎকালীন সৌদি সরকার। ফলে এর পরিচিতি পৌঁছে যায় উপমহাদেশের সকল বাংলাভাষী মুসলিম পাঠকের কাছে যেমন বাংলাদেশে, তেমনি ভারতে। ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে ওঠে গ্রন্থটির পরিধি। পাঠকদের হাতে সহজলভ্যরূপে তুলে দিতে প্রকাশ করতে থাকে ওপার ও এপারের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান।

কাজ যত বড়ো হয়, তাতে ভুল-বিচ্যুতির সম্ভাবনা ততো বেশি থাকে। তাই তাফসীরে মা‘আরিফুল কুরআনের এই সৌদি সংস্করণটিতে পাঠকের চোখে পরিলক্ষিত হয় উল্লেখযোগ্য ভুল, বিচ্যুতি ও ত্রুটি, যার উপস্থিতি পাঠকের জন্য সত্যিই বিব্রতকর। এই বিচ্যুতিগুলোর দূরীকরণেই আমাদের সম্পাদনার এই আয়োজন।

পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে- আজকাল অনলাইনের জগত। এ সময়ে ইসলামী কলামিস্টগণ তাদের বিভিন্ন কলাম ইত্যাদিতে কোরআন ও হাদীসের রেফারেন্স দেয়ার ক্ষেত্রে তাদের কাজে সময় বাঁচানোর লক্ষে মূল আয়াতের অর্থ অনলাইন থেকে কপি করে থাকে।

উল্লেখ্য, কোন পিডিএফ ফাইল থেকে সাধারণত লেখা কপি করা যায় না। আমরা দেখেছি যে, অনলাইনে সার্চ দিলে টেক্সট আকারে রকমারি তাফসীর গ্রন্থ মিললেও তাফসীরে মা‘আরিফুল কুরআনের কোন টেক্সট ভার্সন পাওয়া যায় না। ফলে পাঠক মহল অন্যকোন ওয়েবসাইট তা তাফসীরের দ্বারস্ত হয়। এ কথাটি মাথায় রেখে, পাঠকদের সুবিধার্থে আমরা তাফসীরে মা‘আরিফুল কুরআনের বাংলা এর সংক্ষীপ্ত সংস্করণটি অনলাইন ভার্সনে রূপান্তরিত করার প্রয়াস চালিয়েছি, যাতে পাঠকগণ অন্যান্য তাফসীরগ্রন্থ সমূহের পাশাপাশি তাফসীরে মা‘রিফুল কুরআন থেকে উপকৃত হতে পারে।

তাফসীরে মাআরিফুল কুরআনের আমাদের এই সংস্করণটির বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:

মূল আয়াতের অনুবাদে আমরা অনুবাদকের বৈশিষ্ট্য শতভাগ অক্ষুণ্ণ রেখেছি। অর্থাৎ, আয়াতের অনুবাদে অনুবাদক যা লিখেছেন, আমরা তাতে হাত দেইনি। কোনো শব্দ পরিবর্তন কিংবা আগ-পর করিনি। শুধু ভাষাগত কোনো ত্রুটি কিংবা বানানগত কোনো ভুল পাওয়া গেলে সেটিই আমরা সংশোধন করার চেষ্টা করেছি। কাজ যা করেছি, তা শুধু ব্যাখ্যা-বিশ্লেষণে। পূর্বের অসংগতিগুলো দূর করে ব্যাখ্যা-বিশ্লেষণের উপস্থাপনাকে আমরা যথাসাধ্য নির্ভুল ও সাবলীল বানানোর চেষ্টা করেছি।

অবশ্য ভুল-বিচ্যুতি তারপরও রয়ে যাওয়া স্বাভাবিক। এই রয়ে যাওয়া ত্রুটিগুলোর সমাধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাঠক মহল এ থেকে উপকৃত হওয়া-ই আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য। মহান আল্লাহর তাওফীকে আপাতত এ পর্যন্ত।

আল্লাহর রহমত ও তাওফীক সঙ্গে থাকলে ভবিষ্যতে আরও কিছু করার ইচ্ছা ব্যক্ত করে আপাতত এখানেই শেষ করছি।

আশা করছি আপনাদের দোয়ায় আমাদেরকে শামিল করবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ