বৃহত্তর জনগোষ্ঠী ইসলামী চেতনায় সমৃদ্ধ মিডিয়া প্রত্যাশা করে

ড. আ ফ ম খালিদ হোসেন

জনমত গঠন, সমাজ সংস্কার, আদর্শ প্রচার ও অন্যায়ের প্রতিবাদ জ্ঞাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম মিডিয়া। হোক সেটা ইলেকট্্রনিক, প্রিন্ট, নিউজপোর্টাল বা ব্লগ। আমাদের দেশের মিডিয়া যুগযুগ ধরে বামপন্থী, উগ্র ধর্মনিরপেক্ষতাবাদী ও কম্যুনিস্ট ঘরানার মানুষ দ্বারা পরিচালিত হয়ে আসছে। পুরো জগতটা তাঁদের একচ্ছত্র নিয়ন্ত্রণে। মালিকদের মধ্যে কেউ কেউ ডানপন্থী বা মধ্যমপন্থী হলেও সংবাদকর্মীদের যে জনবল তা বাম ঘরানার। ইসলামপন্থীদের দ্বারা পত্রিকা বা টেলিভিশন চালু হলেও তা ব্যাপক পাঠকপ্রিয়তা বা দর্শকনন্দিত হয়নি। এর পেছনে নানা যৌক্তিক কারণ রয়েছে।

 

বৈচিত্র্যসমৃদ্ধ নিজস্ব একটি টিভি চ্যানেল, দৈনিক সংবাদপত্র, রেডিও বা জনপ্রিয় নিউজপোর্টাল হোক এটা আমাদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। দৈনিক সংগ্রাম, দৈনিক নয়া দিগন্ত দলীয় বৃত্তের মধ্যে আবদ্ধ। দৈনিক ইনকিলাব এক সময় ইসলামী চেতনার প্রতিনিধিত্ব করলেও রাজনৈতিক ঝোঁকপ্রবণতা (চড়ষরঃরপধষ ঃৎবহফ) বদলানোর কারণে ইদানিং পাঠকপ্রিয়তা হারিয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে দৈনিক আমার দেশ ঈর্ষণীয় জনপ্রিয়তা পেলেও সরকারের রোষানলে পড়ে বন্ধ হয়ে যায়। দিগন্ত টিভি ও ইসলামিক টিভিও সরকারী হস্তক্ষেপে বন্ধ।

 

বৃহত্তর জনগোষ্ঠী ইসলামী চেতনায় সমৃদ্ধ মিডিয়া প্রত্যাশা করে। একই মন মনসিকতাসম্পন্ন কতিপয় উদ্যমী মানুষ সক্রিয় উদ্যোগ নিলে একটি শক্তিশালী টিভি চ্যানেল বা উন্নতমানের দৈনিক পত্রিকা বের করা খুব বেশি কঠিন হবে না। এ ক্ষেত্রে পূঁজি বিনিয়োগকারীর অভাব হবে না। তবে দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতাকে মাথায় রাখতে হবে।

 

ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ইসলামী ঘরানার বেশ কিছু নিউজপোর্টাল চালু হয়েছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে কিছু নিউজপোর্টাল যে পাঠকপ্রিয়তা পেয়েছে তা রীতিমত আশ্চর্য। বিষয় বৈচিত্র, সংবাদ চয়নে নিরপেক্ষতা, ইস্যুভিত্তিক সাক্ষাৎকার প্রচার, ইসলামী সংস্কৃতি-ঐতিহ্যের লালন, বিশেষ কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তির সযতœ পরিহার এবং সংবাদকর্মীদের কমিন্টমেন্ট এ নিউজপোর্টালের জনপ্রিয়তার নিউক্লিয়াস। এ পথ ধরে যদি আমরা অগ্রসর হই সফলতার আরো মঞ্জিল অতিক্রম করা যাবে।

 

প্রতিটি পদক্ষেপে বাধা আসবে, আসাটা স্বাভাবিক। বাধার বিন্ধ্যাচল ডিঙ্গাতে হবে, সরাতে হবে অর্গল। গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য। অপরদিকে ধ্বংসাত্মক সমালোচনা পরিত্যাজ্য।

 

বর্তমানে তরুণ আলিমদের মাঝে যুগসচেতনতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। ফেসবুক ও ব্লগিং এ তাঁরা অহর্নিশ সক্রিয়। ধর্মবিদ্বেষী কোন মন্তব্যের প্রতিবাদে হাজার হাজার হাত এক সাথে গর্জে উঠে। এসব হাত আমাদের দুর্দমনীয় শক্তি। টিভি টকশোতেও আমাদের লোকেরা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। এগুলো আমাদের প্রাপ্তি, লালিত স্বপ্নের বাস্তবায়ন। অতীত থেকে শিক্ষা নিয়ে সম্মুখপানে চলতে হবে। হতাশা ও বিষন্নতা এক প্রকার ব্যাধি; এটা যেন আমাদের স্পর্শ করতে না পারে। বেশীদিন লাগবে না আমাদের নিজস্ব টিভি চ্যানেল ও দৈনিক সংবাদপত্র চালু হবে ইনশা আল্লাহ।

 

মাসিক আত তাওহীদ এর সম্পাদকীয় আগষ্ট ২০১৭

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ