লক্ষ্য ও উদ্দেশ্য

তাফসীরে মা‘আরিফুল কুরআন (বাংলা) অনলাইন ভার্সন

বর্তমান অনলাইনে যুগ, এ সময়ে পাঠক মহল সাধারণত পিডিএফ ফাইল ইত্যাদি ডাউনলোড করে পড়ার চেয়েও অনলাইনে বসে স্টাডি করতেই পছন্দ করে। তা ছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অনলাইন পোর্টাল ইত্যাদিতে যারা লেখালেখি করে, বিশেষ করে যারা কোরআন, হাদীস নিয়ে গবেষণা করে তাদের উভয়ে তাদের কাজে সময় বাঁচানোর লক্ষে অনেক সময় আল কুরআনুল কারীমের অনুবাদ ও তাফসীরের সূত্র টানতে হলে তারা অনলাইনে তা সার্চ করে কপি, পেষ্ট করে কাজ সারানোর চেষ্টা করে, যাতে তাদের সময়ে বরকত হয়।

আমরা লক্ষ করেছি যে, অনলাইনে কুরআনের অনুবাদ ও তাফসীর সার্চ করলে সাধারণত রকমারি অনুবাদ ও তাফসীর পাওয়া যায়, কিন্তু তাফসীরে মা‘আরিফুল কুরআন বাংলা (যদিও বা পিডিএফ আকারে পাওয়া যায়) অনলাইনে টেক্সট আকারে পাওয়া যায় না। ফলে অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও অন্যকোন তাফসীর থেকে অনুবাদ ও তাফসীর গ্রহন করে কাজ চালিয়ে নেন।

উক্ত বিষয়টি মাথায় রেখে আমরা ক’জন দ্বীনি ভাই তাফসীরে মা‘আরিফুল কুরআন বাংলা সংকরণটিকে অনলাইন ভার্সনে রূপান্তিরিত করা চিন্তা-ভাবনা করি। সে চিন্তা-ভাবনা থেকেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। যাতে পাঠক মহল অন্যান্য তাফসীরের পাশাপাশি তাফসীরে মা‘আরিফুল কুরআন বাংলা থেকেও উপকৃত হতে পারেন।

আমরা কাজটি হুবহু মূল তাফসীর গ্রন্থতে যেভাবে সাজানো হয়েছে সেভাবেই সাজানোর চেষ্টা করি, যাতে পাঠক মহল বিভ্রান্ত না হোন। তবে কিছু বানান ও বিভিন্ন কিতাবাদি থেকে যে রেফারেন্স নেয়া হয়েছে, সে রেফারেন্সের অনেক স্থানে টাইপিং ভূল দৃষ্টিগোচর হয়। সে ভূলগুলো আমরা যাথাসদ্য সুধরানোর চেষ্টা করেছি।

আশা করছি এ থেকে আপনারা উপকৃত হবেন।

আমাদের সাথে থাকুন। আপনাদের দোয়ায় আমাদের শামিল করুন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ